চট্টগ্রামে স্বর্ণ ছিনতাইয়ের সময় এসআইসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার টাইগার পাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ দুইজন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম। তিনি খুলশী থানার এসআই। অপরজন তার সোর্স।
রোববার (১৯ মে) বিকেলে তাদের আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, লোহাগাড়া থানার এক ব্যক্তি ১৬ ভরি স্বর্ণ নিয়ে নগরীর টাইগারপাস এলাকা অতিক্রম করছিলেন। এসময় ৩ ব্যক্তি তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে এসে পালানোর চেষ্টা করা ব্যক্তিদের ধাওয়া করে। পরে স্বর্ণসহ দুই জনকে আটক করতে সক্ষম হন তারা। পরে জানা যায়, আটককৃতদের মধ্যে একজন খুলশী থানার এসআই আমিনুল ইসলাম এবং অপরজন তার সোর্স। বর্তমানে আটককৃতদের খুলশী থানায় রাখা হয়েছে।
রেজাউল/মাসুদ