ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এক সন্তান জন্ম দিতে এসে আরেক জনকে হারালেন মা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৯ মে ২০২৪   আপডেট: ২৩:০০, ১৯ মে ২০২৪
এক সন্তান জন্ম দিতে এসে আরেক জনকে হারালেন মা

এক সন্তানকে জন্ম দিতে মায়ের বাড়ি এসে মা মোসা. মিতু খাতুন হারালেন ইসরাত জাহান (৩) নামের আরেক সন্তানকে।

রোববার (১৯ মে) বিকেলে পুকুরের পানিতে ডুবে ওই শিশুটি মারা যায়। এতে পুরো পরিবারের মাঝে এখন বইছে শোকের মাতন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ইসরাত জাহান শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি গ্রামের মো. ইমামের মেয়ে।

আরো পড়ুন:

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তান প্রসবের জন্য মোসা. মিতু খাতুন সুরানপুরে তার বাবার বাড়ি এসেছিলেন। রোববার বিকেলে তারই প্রথম সন্তান ইসরাত জাহান পুকুরের ধারে খেলছিলো। সবার চোখের আড়াল হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। অনেক খোজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার পাদুকা (সেন্ডেল) ভেসে থাকতে দেখা যায়। পরে তারা পুকুর থেকে ইসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, মায়ের সঙ্গে নানার বাড়ি এসে পুকুরের পানিতে ডুবে শিশু ইসরাতের মৃত্যু হয়। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শিয়াম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়