ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থীকে তৃতীয় বারের মতো শোকজ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৯ মে ২০২৪  
ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থীকে তৃতীয় বারের মতো শোকজ

চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান

ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানকে তৃতীয় বারের মতো কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন।

রোববার (১৯ মে) রাতে  রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ৩ মে ও ১৫ মে  তাকে শোকজ করা হয়।

আরো পড়ুন:

শোকজ নোটিশে বলা হয়েছে যে, আজ ১৯ মে,  বিকেলে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন স্থানে খান আরিফুর রহমান কয়েকশত লোকের সমাগম ঘটিয়ে মিছিল ও শো-ডাউন করেছেন; যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১১(২) এর সুষ্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায়, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর উল্লিখিত বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ মে তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

অলোক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়