ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২০ মে ২০২৪   আপডেট: ১৫:১৬, ২০ মে ২০২৪
নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটা

ফাইল ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলামকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (২০ মে) ভোররাতে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শহিদুল অভিযোগ করে বলেন, সোমবার ভোররাতে আনারস প্রতীকের ৭-৮ জন কর্মী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা আমার মাথায় ও বুকে পিস্তল ধরে বলে, তোকে আজ উচিৎ শিক্ষা দিব। পরে তারা আমার মাথায় ও শরীরে হাতুড়ি এবং রড দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, আনারস প্রতীকের সমর্থকরা মোটরসাইকেল কর্মীকে মারপিট করেছেন। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়