মুন্সীগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৪৬, ২০ মে ২০২৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর বেতকা গ্রামের একটি পুকুরের মাটি কাটার সময় কষ্টিপাথরে তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১১ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু মূর্তিটি থানায় নিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু জানান, উদ্ধার করা বস্তুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। সেটি টঙ্গীবাড়ি থানায় রাখা হয়েছে। আমরা উপজেলা নির্বাচনের কাজে ব্যস্ত এ কারণে এটির ওজন, দৈর্ঘ্য, ও প্রস্থ মাপা হয়নি। অনুমান করা হচ্ছে মূর্তিটির ওজন ৪০ থেকে ৫০ কেজি হবে।
রতন/মাসুদ