ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিশ্ব মেট্রোলজি দিবসে পণ্যের সঠিক ওজন বাস্তবায়নে গুরুত্বারোপ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২০ মে ২০২৪  
বিশ্ব মেট্রোলজি দিবসে পণ্যের সঠিক ওজন বাস্তবায়নে গুরুত্বারোপ

রাজশাহীতে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবসের অনুষ্ঠানে পণ্যের সঠিক ওজন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দিবস উপলক্ষে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে সোমবার (২০ মে) সকালে ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ প্রতিপাদ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবস পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশে উৎপাদিত পণ্যের মানের গ্রহণযোগ্যতা ও পরিমাপে সঠিক না থাকলে রপ্তানিখাত ব্যাহত হবে। তাই বিএসটিআই-কে পণ্যের আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশীয় মান প্রণয়ন এবং সঠিক ওজন ও পরিমাপ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। 

আরো পড়ুন:

সভায় বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলাম নাহিদ। 

সভায় সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। 
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়