ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

শিবগঞ্জে বৃষ্টির বাগড়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২১ মে ২০২৪  
শিবগঞ্জে বৃষ্টির বাগড়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

শিবগঞ্জে ভোট গ্রহণ শুরুর পরপরই বৃষ্টি হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পরপরই বৃষ্টি শুরু হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম।

ছাত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে আসা ভোটাররা জানিয়েছেন, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভোট গ্রহণের শুরুর পর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরেই মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হলে কেন্দ্রে কমে যায় ভোটার উপস্থিতি। 

রিটার্নিং কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তারপরও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদের জন্য লড়ছেন ১১ প্রার্থী। ১৬৬টি কেন্দ্রের ১ হাজার ২৮৮টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। এ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৭০২ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৬২১ জন ও নারী ২ লাখ ৩৩ হাজার ৮১ জন।

শিয়াম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়