ভোট কেন্দ্রে মোবাইল ফোন রাখায় এজেন্টসহ ৮ জনকে জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে পৌর এলাকার বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন মোবাইল ফোন রাখার অপরাধে জাহিদ হাসান নামে আনারস প্রতীকের এক এজেন্টসহ ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) দুপুরে নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত এজেন্ট জাহিদ হাসান বৈরাগীর চালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাইখা সুলতানা বলেন, নির্বাচনের বিধি ভঙ্গ করায় ওই কেন্দ্রের ৮ জনকে জরিমানার আওতায় আনা হয়েছে।
বৈরাগীরচালা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোফাকখার হোসেন বলেন, নিয়ম না মেনে ভোট কক্ষে মোবাইল ফোন রেখেছিলেন জাহিদ হাসান। তাই আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকেসহ মোট ৮ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
এ কেন্দ্রে মোট ভোটার ২,৮২৭ জন। দুপুর ১২টা পর্যন্ত ৭৫৩ ভোট কাস্ট হয়েছে বলেও জানান তিনি।
রফিক/টিপু