ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

আশাশুনি থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২১ মে ২০২৪  
আশাশুনি থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারীকে নিজ থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলার স্ট্যান্ডিং ফোর্সে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে আশাশুনি থানায় নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে। মঙ্গলবার (২১ মে) সকালে দায়িত্ব বদলের ঘটনাটি ঘটে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি)মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় বিশ্বজিৎ অধিকারীকে অব্যাহতি দিয়ে তার স্থলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ২৩৫ জন। এখানে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, ভাইস চেয়্যারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চার জন নির্বাচন করছেন। 

আরো পড়ুন:

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়