৮৪ বছর বয়সে ভোট দিতে পেরে খুশি কৃষক ফজলুল হক
মোহাম্মদ নঈমুদ্দীন, গাইবান্ধা থেকে || রাইজিংবিডি.কম

কৃষক মোহাম্মদ ফজলুল হক। ছবি: রাইজিংবিডি
উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮৪ বছর বয়সে পায়ে হেঁটে এসে ভোট দিয়েছেন কৃষক মোহাম্মদ ফজলুল হক।
মঙ্গলবার (২১ মে) সকালে বাড়ি থেকে এসে নিজের ভোট নিজে দিতে পেরে খুশি বয়োবৃদ্ধ এই ভোটার। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কৃষক ফজলুল হক বলেন, আমার ভোট আমি দিয়েছি। ভোট দিতে পেরে খুব খুশি। ভোট দিতে আমার কোনো সমস্যা হয়নি।
তিনি বলেন, জীবনে আর ভোট দিতে পারবো কিনা জানি না। বেঁচে থাকলে হয়তো ভোট দিতে পারবো।
কৃষক ফজলুল হক স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা উল্লাহর ছেলে।
কৃষক আব্দুল কুদ্দুস
ফজলুল হকের মতো ৭০ বছর বয়সী কৃষক আব্দুল কুদ্দুসের দেখা পাওয়া যায় গোবিন্দগঞ্জের শাখাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কৃষিকাজ ফেলে পরিবার নিয়ে ভোট দিতে আসেন তিনি।
আব্দুল কুদ্দুস বলেন, ধান কাটার মৌসুম এখন। ধান কাটা ফেলে ভোট দিতে ছুটে এসেছি। শুনলাম কোনো গোলযোগ নাই। সুন্দর ভোট হচ্ছে শুনে ভোট দিতে এসেছি। যদি গণ্ডগোল হয় তাহলে চলে যাবো।
কেউ ভোট দিতে নিয়ে এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, কে আনবে? এই ভোট কি সব সময় পাবো? আমার ভোট আমি দেবো, এটা আমার অধিকার। এজন্য পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি।
ভোট কাকে দেবেন জানতে চাইলে কুদ্দুস বলেন, সুখে দুঃখে এবং এলাকার উন্নয়নে যাকে সবসময় কাছে পাই তাকেই ভোট দেবো।
কৃষক ফজুল ও কুদ্দুসের মতো অনেক বয়োবৃদ্ধ ভোটার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে নিজ নির্বাচনী কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়ে ভোটার সংখ্যাও। এ সময় বাড়তে থাকে বয়োবৃদ্ধ ভোটারও। বেশ কিছু কেন্দ্রে বয়োবৃদ্ধ নারী ভোটারকে ভোট দিতে দেখা গেছে।
/এসবি/