ফেনী জেলা বিএনপি’র লিফলেট বিতরণ ও পথসভা
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দেশব্যাপী প্রহসনের উপজেলা নির্বাচনের প্রতিবাদে ফেনী জেলা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে শহরের ইসলামপুর সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
মাহবুবুর রহমান শামীম বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়; এই ডামি সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে তারপর বিএনপি নির্বাচনে যাবে।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, এ প্রহসনের নির্বাচন বর্জন করতে প্রত্যেকে যার যার এলাকায় গিয়ে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও বাড়ি গিয়ে জনগণের প্রতি আহ্বান জানান।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাহাব/ফয়সাল