রাজশাহীতে উপজেলা নির্বাচন
বাগমারায় সান্টু, পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে শরীফ হলেন চেয়ারম্যান
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

জাকিরুল ইসলাম সান্টু, শরিফুজ্জামান শরিফ এবং আবদুস সামাদ মোল্লা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লা, বাগমারায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু ও দুর্গাপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ বেসরকারি ফলাফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাগমারায় ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।
পুঠিয়ায় বিজয়ী প্রার্থী আবদুস সামাদ মোল্লা ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৭৯ ভোট।
দুর্গাপুরে শরিফুজ্জামান শরীফ ‘মোটরসাইকেল’ প্রতীকে ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট। মঙ্গলবার ভোটগ্রহণকালে দুর্গাপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্য দুই উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কেয়া/মাসুদ