ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

খুলনায় আকরাম, মারুফ ও হাসান চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৮, ২১ মে ২০২৪  
খুলনায় আকরাম, মারুফ ও হাসান চেয়ারম্যান নির্বাচিত

খুলনার ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে শেখ আকরাম হোসেন ও দিঘলিয়া উপজেলায় শেখ মারুফুল ইসলাম পুনরায় এবং তেরখাদা উপজেলায় আবুল হাসান শেখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ফুলতলায় শেখ আকরাম পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাব্বির হোসেন পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট। তেরখাদায় আবুল হাসান ২৮ হাজার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ২২ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। অপরদিকে দিঘলিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার এটিএম শামীম মাহবুব বেসরকারি এ ফলাফল নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে দ্বিতীয় ধাপে মঙ্গলবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নিরুত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। কোনো কেন্দ্রেই ভোটারের লম্বা লাইন চোখে পড়েনি।

নুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়