ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২২ মে ২০২৪   আপডেট: ০৮:৫২, ২২ মে ২০২৪
কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ফাইল ফটো

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২০নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবু মিয়া ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ইব্রাহিম খলিল।

আরো পড়ুন:

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর থেকে ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন বাদী হয়ে মামলা করেছেন।

রুবেল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়