ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে গুমোট পরিবেশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২২ মে ২০২৪   আপডেট: ১৬:২৫, ২২ মে ২০২৪
বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে গুমোট পরিবেশ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে বুধবার (২২ মে) সকাল ১০টার দিকে আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুমোট পরিবেশ বিরাজ করছে। 

এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। তবে, বাতাসের তেমন কোনো চাপ নেই। উপকূলীয় এলাকার অনেক স্থানে যে কোনো সময় অস্থায়ী দমকা হাওয়া, ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রে মাছধরার ওপর নিষেধাজ্ঞা চলমান থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। পর্যায়ক্রমে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া, যে কোনো সময় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন:

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়