ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার ২ উপজেলায় জামানত হারাচ্ছেন ৯ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২২ মে ২০২৪  
খুলনার ২ উপজেলায় জামানত হারাচ্ছেন ৯ প্রার্থী

দ্বিতীয় ধাপে খুলনার দিঘলিয়া, ফুলতলা ও তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে দুই উপজেলায় ৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। মঙ্গলবার (২১ মে) নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

আরো পড়ুন:

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৫৭ হাজার ৪৫১। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা গাজী মো. এনামুল হাচান মাসুম ১ হাজার ৭৩৭ ভোট ও আওয়ামী লীগের মো. জাকির হোসেন ২ হাজার ৯২৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

দিঘলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৫৭ হাজার ৪৫৩। প্রার্থী ছিলেন ৮ জন। এর মধ্যে গোবিন্দ মণ্ডল ৬ হাজার ২১৫ ভোট, ইমামুল ইসলাম ৫ হাজার ৫২৭ ভোট, মো. ইনামুল শেখ ৫ হাজার ৩৩৬ ভোট, মো. বজলুর রহমান ফকির ৩ হাজার ৯৯৯ ভোট ও মো. তহিদ মিয়া ৮৭১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

দিঘলিয়া উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৫৭ হাজার ৪৪৯। প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ৭ হাজার ১০২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।

ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৫২ হাজার ৫৭৫। চার প্রার্থীর মধ্যে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ৬০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। তবে, ভাইস চেয়ারম্যান পদের ৩ প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান পদের ২ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না।

তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দুই প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থীর কেউই জামানত হারাচ্ছেন না।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়