ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

নাটোরে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২২ মে ২০২৪  
নাটোরে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার 

নাটোরে জাল নোটসহ মো. রিপন (৩৩) এবং লাবনী আক্তার রিমু (২০) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার   রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজার থেকে তারা গ্রেপ্তার হন। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৩টি এবং পাঁচশ টাকার ২৪টি জাল নোট জব্দ হয়।

বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। লাবনী রিপন আলীর স্ত্রী।

আরো পড়ুন:

র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে অভিযান চালায় র‍্যাব। এসময় ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৩টি এবং পাঁচশ টাকার ২৪টি জাল নোট জব্দ হয়। এই দম্পতি জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাল নোটসহ দুই জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়