ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

নেত্রকোণায় উপজেলা নির্বাচনে নবীনরা বিজয়ী

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২২ মে ২০২৪  
নেত্রকোণায় উপজেলা নির্বাচনে নবীনরা বিজয়ী

মারুফ হাসান খান অভ্র, এটিএম ফয়জুর সিরাজ জুয়েল ও কাজী শাখাওয়াত হোসেন

নেত্রকোণায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩ উপজেলাতেই নবীনরা জয়ী হয়েছেন। নেত্রকোণা সদরে মারুফ হাসান খান অভ্র, বারহাট্টায় কাজী শাখাওয়াত হোসেন ও পূর্বধলা উপজেলায় এটিএম ফয়জুর সিরাজ জুয়েল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন। প্রথমবারের মতো নির্বাচিত চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র’র বাবা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত তফসির উদ্দিন খানও ছিলেন সদর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান। অপরদিকে বারহাট্টা ও পূর্বধলায় নির্বাচিত দুইজন প্রথমবারের মতো চেয়ারম্যান পদে জয়ী হন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিজ্জামান জানান, সদর উপজেলায় মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীক নিয়ে গোলাম হোসেন খান পাঠান বিমলকে হারিয়ে বিজয়ী হয়েছেন। মারুফ হাসান খান অভ্র পান ৩৮ হাজার ৩৫৭ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন খান পাঠান বিমল (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩ হাজার ৩৯৪ ভোট।
পূর্বধলায় এটিএম ফয়জুর সিরাজ জুয়েল মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামানকে হারিয়ে বিজয়ী হন। এটিএম ফয়জুর সিরাজ জুয়েল পান ৪৬ হাজার ৩২২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পান ৩৬ হাজার ৮ ভোট।

আরো পড়ুন:

এ ছাড়া বারহাট্টা উপজেলায় কাজী শাখাওয়াত হোসেন (ঘোড়া) নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর খোকনকে হারিয়ে বিজয়ী হন।

কাজী শাখাওয়াত হোসেন পান ৪২ হাজার ১০০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর খোকন (মোটর সাইকেল) পেয়েছেন ৩০ হাজার ৯২৯ ভোট।

দেলোয়ার/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়