ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

আইন পেশায় জড়িতদের প্রধান বিচারপতি

‘তুচ্ছ বিষয়ে মামলা না করতে পরামর্শ দিন’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৩ মে ২০২৪   আপডেট: ১৩:২১, ২৩ মে ২০২৪
‘তুচ্ছ বিষয়ে মামলা না করতে পরামর্শ দিন’

আইন পেশায় জড়িতদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন পেশা একটি মহৎ পেশা। এই পেশায় থেকে তুচ্ছ বিষয়ে মামলা না করতে পরামর্শ দিন।

তিনি বলেন, দেশের কল্যাণে এ পেশাকে কাজে লাগাতে হবে। দ্রুত সময়ের মধ্যে যেন মামলা নিষ্পত্তি হয়, সেদিকে বিশেষ নজর দিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে রংপুর আদালতে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ নামের বিশ্রামাগার উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ওবায়দুল হাসান বলেন, ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার। প্রতিটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। এ সময় মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি।

পরে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিরুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়