ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

উপজেলা নির্বাচন

রাজনগরে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৩ মে ২০২৪  
রাজনগরে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসার আকাশ দাশ ও সহকারি প্রিজাইডিং অফিসার জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। তাদেরকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 

বুধবার (২২ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অন্তরা সরকার অদ্রি রাত সোয়া ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন৷ অভিযুক্তরা হলেন-  প্রিজাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিজাইডিং অফিসার জাকির হোসেন, পোলিং অফিসার জাকির আহমদ ও আসমা বেগম। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মে অনুষ্ঠিত রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চানন্দপুর কেন্দ্রে বহিরাগতদের জাল ভোট দানে সহযোগিতা এবং দায়িত্ব পালনে তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

ওসি জানান, দুই জনকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

হামিদ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়