ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৩ মে ২০২৪   আপডেট: ১৫:০০, ২৩ মে ২০২৪
কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ফাইল ফটো

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে মোজাম্মেল হোসেন রাজু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন রাজু (২৫) জেলার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে খালেদা আক্তারের সঙ্গে মোজাম্মেল হোসেন রাজুর বিয়ে হয়। বিয়ের পরে তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু রাজু বেকার থাকায় খালেদা আক্তার তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

২০১৮ সালের ২ নভেম্বর মোজাম্মেল তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। পরের দিন জামাকাপড় ধোয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে খালেদা আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন রাজু।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়