কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ মাহি (৩) ও উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকার বাসিন্দা সামসুর রহমান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সামসুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেল/কেআই