ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কাটাখালী পৌরসভার নতুন মেয়রের শপথ 

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৩ মে ২০২৪  
কাটাখালী পৌরসভার নতুন মেয়রের শপথ 

কাটাখালী পৌর মেয়র রাবেয়া সুলতানা মিতুকে শপথ পড়ান রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান। 

আরও পড়ুন: যে কারণে কাটাখালীর মেয়র হলেন আব্বাসপত্নী

এরপর নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: কাটাখালী পৌরসভার মেয়র হলেন রাবেয়া সুলতানা

শপথ গ্রহণের পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র রাবেয়া সুলতানা মিতু। এ সময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। তাঁর স্বামী আব্বাস আলী এই পৌরসভার সাবেক মেয়র।

আরও পড়ুন: ভোটের প্রচারে বাড়ি বাড়ি ঘুরছেন স্ত্রী, মিছিলে নেতৃত্বে স্বামী

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়