ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাদারীপুরে বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে অফিস ঘেরাও

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ মে ২০২৪   আপডেট: ১৮:৪৫, ২৩ মে ২০২৪
মাদারীপুরে বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে অফিস ঘেরাও

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে অফিস ঘেরাও করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত বিলের প্রতিবাদে ডাসার উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অতিরিক্ত বিলের কারণে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। তাদের অভিযোগ, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রাহকেরা।

আরো পড়ুন:

ভুক্তভোগীদের অভিযোগ, বিগত মাসের বিদ্যুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতি করা হয়েছে।
ডাসারের সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন সাধারণ গ্রাহকেরা। এসময় তারা অস্বাভাবিক বিল থেকে পরিত্রাণ চান। তোপের মুখে পড়ে পালিয়ে যান লাইন ইঞ্জিনিয়ার সুফল কুমার পাল।

উপজেলার ডাসার এলাকার মোতালেব কাজী নামের ভ্যানচালক বলেন, ‘আমার বাড়ির মিটারে গত এপ্রিল মাসের বিল এসেছিলো ১,৩১৪ টাকা। এখন মে মাসের বিল এসেছে ৪,২৯৩ টাকা। আমরা গরীব মানুষ ভ্যান চালাইয়া দিন আনি দিন খাই। বিদ্যুৎ বিলের বাড়তি এই ২,৯৭৯ টাহা মুই কইত্তোন দিমু।’

উপজেলা ধামুসা গ্রামের রাজ্জাক ঢালী নামের আরেকজন গ্রাহক বলেন, ‘আমার এপ্রিল মাসের বিল এসেছিলো ৫৪৫ টাকা আর বর্তমান মে মাসের বিল এসেছে ২,২৭১ টাকা। তারা মনমতো বিল তৈরি করেছে।’

এবিষয়ে ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে চাননি।

তবে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ‘ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে। তারাই বিল আদায় করে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অস্বাভাবিক বিলের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে অনিয়ম হলে তদন্ত করা হবে।

বেলাল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়