ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৩ মে ২০২৪  
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি

সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। হঠাৎ এমন গরমে নাজেহাল মানুষ।

১৬ মে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এটিই সর্বোচ্চ। এর মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে।

সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে ৬ মে বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এরসঙ্গে রয়েছে লোডশেডিং।

আরো পড়ুন:

সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, বৃহস্পতিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশে সাধারণত মার্চ, এপ্রিল, মে ও জুনে গরম বেশি থাকে। এই সময়ে গরম কিছুটা কমে বৃষ্টি হলে। আগামী কয়েক দিন এ রকম গরম থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

নুর/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়