সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহ দেশে পৌঁছেছে
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতিরোধযোদ্ধা মানু মজুমদারের মরদেহ ভারতের ব্যাঙ্গালোর হাসপাতাল থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (২৪ মে) সকালে বিমান বন্দরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন), জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন জানান, জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য ৭৫’র প্রতিরোধযোদ্ধা মানু মজুমদারের মরদেহ আজ (শুক্রবার) বিকেল ৩টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে কলমাকান্দা উপজেলার পাচগাঁও গ্রামের বাড়িতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
দেলোয়ার/টিপু