ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৪ মে ২০২৪   আপডেট: ২২:৪৩, ২৪ মে ২০২৪
নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে গিয়ে কামরুল ইসলাম (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকাল ১০টার দিকে ফুলছড়ি উপজেলার কাউয়াবাধা এলাকায় ঘটনাটি ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। 

নিখোঁজ কামরুল ইসলাম ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি গ্রামের রমজান আলীর ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সকালে হরিচন্ডি ঘাট থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বালাসিঘাটের দিকে রওনা করে। নৌকাটি কাউয়াবাধা এলাকায় পৌঁছলে কামরুল নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যান। তাকে উদ্ধারে নৌকার কয়েকজন যাত্রী নদীতে লাফ দেন। কিন্তু, তীব্র স্রোত থাকায় কামরুলকে উদ্ধারে তারা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদে কামরুলকে উদ্ধার অভিযান শুরু করে।

ফুলছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সন্ধ্যায় বলেন, কিছু কিছু জায়গায় নদের গভীরতা এবং প্রবল স্রোত থাকায় এখনো নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের পাশাপাশি রংপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আগামীকাল শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে। 

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়