ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

খাবার কম পড়ায় ছাত্রলীগ নেতার বিয়েতে সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৫ মে ২০২৪   আপডেট: ১২:৫৫, ২৫ মে ২০২৪
খাবার কম পড়ায় ছাত্রলীগ নেতার বিয়েতে সংঘর্ষ

বিয়ের দুই মাস পর আনুষ্ঠানিকতা সারতে বিশাল বরযাত্রী বহর নিয়ে কনের বাড়িতে আসেন ছাত্রলীগ নেতা শাহ আলম তালুকদার। কথা অনুযায়ী ওই বরযাত্রীতে লোক আনার কথা ছিল শতাধিক। কিন্তু লোক দ্বিগুণ আনায় খাবারে কমতি পড়ে। এতেই বাঁধে বিপত্তি। একপর্যায় বর-কনে পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে বরসহ অন্তত ১০ জন আহত হন।

শুক্রবার (২৪ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। বর শাহ আলম তালুকদার চরযশোরদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

আহতদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাস আগে মধ্য কাইচাইল গ্রামের মো. পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগারদিয়া গ্রামের মো. মিরান তালুকদারের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ আলম তালুকদারের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকভা সারতে শুক্রবার বিকেলে ওই ছাত্রলীগ নেতা বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন। কথা অনুযায়ী বরযাত্রীতে একশ লোক আনার কথা থাকলেও দ্বিগুণ লোক আনা হয়। এতে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে। 

এ সময় খাবার কম পেয়ে অতিথিরা ক্ষিপ্ত হয়ে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। একপর্যায় বর-কনেপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর কনে বৃষ্টি আক্তারকে তার বাড়িতে ফেলে রেখে বরযাত্রীসহ ফিরে যান বর শাহ আলম তালুকদার।

বর ছাত্রলীগ নেতা শাহ আলম তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তামিম/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়