ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রেমাল মোকাবিলায় কক্সবাজারে নিয়ন্ত্রণকক্ষ

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৫ মে ২০২৪   আপডেট: ২৩:০৫, ২৫ মে ২০২৪
রেমাল মোকাবিলায় কক্সবাজারে নিয়ন্ত্রণকক্ষ

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কক্সবাজার জেলা প্রশাসন নানা প্রস্তুতি নিয়েছে। দুর্যোগকালীন সময়ে যেকোনো সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। তাকে ফোকাল পারসন রেখে নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়। 

জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের ২৮ কর্মকর্তাকে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্ব দিয়ে অফিস আদেশ প্রকাশ করেছে জেলা প্রশাসন। আদেশে দায়িত্বশীলদের জরুরি ফোন নম্বর দিয়ে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময়ে দায়িত্ব পালনসহ দুর্যোগ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফোকাল পারসনকে অবহিত করতে হবে। 

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম ও নম্বর

এর আগে বিকেলে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় কক্সবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরিসভা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। 
 

তারেকুর/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়