ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো নারীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৬ মে ২০২৪  
কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো নারীর মরদেহ

কক্সবাজারের বাঁকখালী নদী ও সমুদ্র মোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ। তবে  তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন৷ 

পুলিশ ও স্পিডবোট চালকরা জানায়, রোববার এক স্পিডবোটচালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক সে জায়গায় একটি মরদেহ ভাসছে দেখতে পান। তিনি স্পিডকবোটের লাইনম্যানকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। 

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ স্পিডবোটে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি অজ্ঞাত নারীর মরদেহ। 

ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

তারেকুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়