ঘূর্ণিঝড় রেমাল: নদ-নদীর পানি বেড়ে খুলনা শহরে জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রবল ঘূর্ণিঝড় রেমাল মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূল অতিক্রম করেছে। সোমবার (২৭ মে) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে (১৭ নং) বলা হয়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সঙ্গে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে।
এর আগে, রোববার (২৬ মে) রাত সাড়ে ১০টার পরে ঘূর্ণিঝড় রেমাল খুলনা উপকূলে তাণ্ডব শুরু করে। যা এখনো চলমান আছে। ঝড়ো বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।
এদিকে, রেমালের প্রভাবে রূপসা ও ভৈরবসহ পার্শ্ববর্তী নদ-নদীর পানি বেড়ে খুলনা মহানগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সড়কে যানবাহন চলাচল করছে না।
বটিয়াঘাটার জলমা এলাকার বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন, রাত থেকে বাতাসের গতি বেড়েছে। বাতাস আর বৃষ্টির কারণে ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না। অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
পাইকগাছা উপজেলার সাফায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছে। রেমালের প্রভাবে নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে রেমাল খুলনা উপকূলে আঘাত হানে। এটি এখনো তাণ্ডব চালাচ্ছে। আরও কিছু সময় এভাবে চলবে।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, ঘূর্ণিঝড়ে খুলনার ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে ১ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
নূরুজ্জামান/ইমন/কেআই
- ৬ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ ইউরো দিচ্ছে আইরিশ এইড
- ৬ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
- ৬ মাস আগে ঘূর্ণিঝড়ে বাগেরহাট উপকূলে ৬৪৪ কোটি টাকার ক্ষতি
- ৬ মাস আগে বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রেমালে নিখোঁজ ৩ জেলে
- ৬ মাস আগে রেমাল তাণ্ডব: সুন্দরবনে সুপেয় পানির তীব্র সংকট, ঝুঁকিতে বন্যপ্রাণী
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১৩১
- ৬ মাস আগে ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি
- ৬ মাস আগে বিধ্বস্ত উপকূলে খাবার পানির তীব্র সংকট
- ৬ মাস আগে সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
- ৬ মাস আগে ‘রেমাল’ কী মনে করিয়ে দিলো?
- ৬ মাস আগে সাতক্ষীরার উপকূলে ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
- ৬ মাস আগে গোপালগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সেতু ভেঙে দুর্ভোগ
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন ৩ কোটি ৭ লাখ গ্রাহক
- ৬ মাস আগে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- ৬ মাস আগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ১৭১১০৯ হেক্টর জমির ফসল