ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বাগেরহাটে ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, ১০ হাজার মানুষ পানিবন্দি 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৭ মে ২০২৪  
বাগেরহাটে ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, ১০ হাজার মানুষ পানিবন্দি 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে বাগেরহাটে। সোমবার (২৭ মে) দুপুর ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন নদ-নদীর পানি ২ থেকে ৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে লোকালয় প্লাবিত করেছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। প্রবল বাতাসে প্রায় চার হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ ও শরণখোলাসহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে এবং জোয়ারের পানি উপচে লোকালয় প্রবেশ করেছে। এসব এলাকায় ১৭০০ মিটারের বেশি জায়গা থেকে লোকালয়ে পানি প্রবেশ করছে। তিন থেকে পাঁচ ফুট উঁচু জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাট জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত ও ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন বলে জানা গেছে। এখনো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়