ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৭ মে ২০২৪   আপডেট: ১৭:০৪, ২৭ মে ২০২৪
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন সুপারভাইজারসহ ২ জন। অপরজন কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

আরো পড়ুন:

নিহতরা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০), বাসের সুপারভাইজার ঢাকার জুরাইন শ্যামপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে তৌফিকুর রহমান (২৪) ও যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার সন্তোষ কুমার সাহার ছেলে প্রফুল্ল কুমার সাহা (৬০)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম থেকে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তারা বাইরে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের নিচে থেকে নিহত ২ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ছাড়া আহত ৫ জনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। বৃষ্টির মধ্যে বাসের হেলপার বেপরোয়া গতিতে চালাচ্ছিল। সে নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।

এ ছাড়া যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি হেডকোয়ার্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দু’টি দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

রিটন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়