ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

খুলনায় ঘরে গাছ পড়ে কৃষকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২৭ মে ২০২৪  
খুলনায় ঘরে গাছ পড়ে কৃষকের মৃত্যু 

খুলনায় ঘূর্ণিঝড় রেমালের সময় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে লালচাঁদ মোড়ল (৩৬) নামের এক কৃষক মারা গেছেন। গতকাল রোববার রাতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাওঘরা গরিয়ারডাঙ্গা গ্রামে মারা যান তিনি। লালচাঁদ মোড়ল গরিয়ারডাঙ্গা গ্রামের গহর মোড়লের ছেলে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস কে জাকির হোসেন সোমবার (২৭ মে) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন।

সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এস এম ফরিদ রানা বলেন, গতকাল রাতে ঝড়ের সময় লালচাঁদের ঘরের ওপর গাছ পড়ে। এসময় তিনি মারা যান।

ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেন বলেন, ঝড়ের রাতে নিজের ঘরে শুয়ে ছিলেন লালচাঁদ। ঘরের পাশে একটা বড় জামগাছ ছিল। ঘরের অবস্থা খুব বেশি ভালো ছিল না। রাতে জামগাছ উপড়ে ঘরের ওপর পড়ে। আজ সোমবার সকালে লোকজন গিয়ে গাছ কেটে মৃত অবস্থায় তাকে ঘরের ভেতর থেকে উদ্ধার করেন।

আরো পড়ুন:

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, রোববার (২৬ মে) রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন লালচাঁদ। রাতেই তিনি বাড়ি ফিরে যান। ঝড়ের সময় গাছচাপা পড়ে তিনি মারা যান।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়