ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল: ৩ গাছ উপড়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক বন্ধ 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৭ মে ২০২৪  
ঘূর্ণিঝড় রেমাল: ৩ গাছ উপড়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক বন্ধ 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ময়মনসিংহে দিনভর হালকা ও মাঝারি দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এই ঝড়ে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনটি গাছ উপড়ে পড়ে। এতে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। 

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছ তিনটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৭ মে) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবার ভাণ্ডার এলাকায় ঘটনাটি ঘটে। 

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে তিনটি গাছ ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপড়ে পড়ে যায়। এতে যানবাহনে চলাচলে বাধাগ্রস্ত করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪০ মিনিটের চেষ্টা তিনটি গাছ কেটে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

আরো পড়ুন:

আতিকুর রহমান আরও বলেন এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বঙ্গোসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার (২৬ মে) সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর ক্রমশই দুর্বল হয়ে পড়ে নিম্নচাপে পরিণত হয়েছে।  
 

মিলন/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়