ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিলেটে আটকা ৬টি বিমান

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২৭ মে ২০২৪   আপডেট: ২২:১৩, ২৭ মে ২০২৪
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিলেটে আটকা ৬টি বিমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ছয়টি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে। 

সোমবার (২৭ মে) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, রেমালের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়া বিমানগুলো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান এখানে আটকে ছিল। বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বাকিগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমানবন্দর ছেড়ে যাবে। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিমানের শিডিউল আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি। আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় মনে হচ্ছে সেগুলোর সিডিউল বাতিল হতে পারে।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়