ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল

কুষ্টিয়ায় টিনের চালা চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৭ মে ২০২৪  
কুষ্টিয়ায় টিনের চালা চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে কুষ্টিয়ার মিরপুরে ঘরের টিনের চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে মারা যান তিনি। বাদশা মল্লিক একই গ্রামের মৃত খবির মল্লিকের ছেলে।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে দাসপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ির টিনের চালা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভেঙে পড়ে। এসময় চালার নিচে চাপা পড়ে তিনি মারা যান।

আরো পড়ুন:

কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে একটি চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়