ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২৮ মে ২০২৪   আপডেট: ১৬:০৪, ২৮ মে ২০২৪
বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-দীঘিনালা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। পাশাপাশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে ভারী বর্ষণের কারণে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ১০টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ কারণে সকাল থেকে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজারে বহু ঘর, স্কুল এবং মাছের পুকুর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।  যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে  বৃষ্টি বন্ধ হলে সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সড়কের মাটি সরানোর কাজ শুরু হবে।

আরো পড়ুন:

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়