রুমা-থানচি সড়কে বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুই দিন ভারী বৃষ্টিপাতের কারণে সেতুর একপাশে দেবে গেছে
বান্দরবানে গত দুই দিন ভারী বৃষ্টিপাতের কারণে চার মাইল মিলনছড়ি এলাকার একটি বেইলি সেতুর একপাশে দেবে গেছে। ফলে মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বান্দরবান-রুমা-থানচি উভয় দিকের বাস ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
থানচি বাসমালিক সমিতির লাইনম্যান সাহাব উদ্দীন বলেন, ব্রিজের একপাশের গাইডওয়াল ভেঙে গেছে। এ জন্য একপাশ দেবে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে রুমা-থানচিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭মে টানা বৃষ্টির কারণে বান্দরবান-রুমা-থানচি সড়কের মিলছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন লাইমীপাড়া এলাকার একটি বেইলি ব্রিজের নিচের মাটি সরে গেছে। এতে বেইলি সেতু একপাশে দেবে গেছে। তাই সকাল থেকে গণপরিবহন ও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেল ও ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে ব্রিজের দুই পাশে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
চাইমং/ফয়সাল