ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

আগামীকাল রংপুরের দুই উপজেলায় ভোট, যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ মে ২০২৪  
আগামীকাল রংপুরের দুই উপজেলায় ভোট, যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটের জন্য প্রস্তুত রংপুরের দুটি উপজেলার ১৬২টি ভোট কেন্দ্রের ১ হাজার ৫৫ কক্ষ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি সকল সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল সরঞ্জাম ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

উপজেলা দুটির নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, উপজেলা দুটিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে উপজেলা দুটির সবকটি কেন্দ্রের নির্বাচনি দায়িত্বে থাকা প্রিজাইডিংদের হাতে সকল সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের মাঠে পুলিশ বিজিবিসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নির্বাচনি এলাকা। রংপুর সদর ও গঙ্গাচড়া এই দুই উপজেলায় ৬শ’ ৪৮ জন পুলিশ সদস্য ও দুই হাজার ৭৫৪ জন আনছার সদস্যসহ ৪ প্লাটুন বিজিবি, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই জন অফিসিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকছেন ভোটের মাঠে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে আয়োজন করা হবে ভোটগ্রহণ।

আমিরুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়