ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থাগিত

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৮ মে ২০২৪   আপডেট: ১৯:১৮, ২৮ মে ২০২৪
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থাগিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থাগিত করা হয়েছে। সোমবার (২৭ মে) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে এই উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।

তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণের কথা ছিল এই উপজেলায়। 

খোঁজ নিয়ে জানা গেছে,  একটি পৌরসভার ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মঠবাড়িয়া উপজেলা পরিষদ। জেলার সব চেয়ে বড় এই  উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৭৬জন পুরুষ। নারী ভোটার রয়েছেন ১ লাখ ১১ হাজার ৭১৮ জন।

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাওহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়