ধলাই নদীতে পাথর আনতে গিয়ে যুবক নিখোঁজ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজ জুবেল
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে গতকাল সোমবার রাতে পাথর আনতে গিয়ে জুবেল (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ জুবেল উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের শামসুল ইসলামের ছেলে।
নিখোঁজের স্বজনরা জানান, গতকাল সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকায় নৌকা নিয়ে সাদা পাথর আনতে যান জুবেল ও তার সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে তাদের পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন জুবেল। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পেতে ব্যর্থ হন সহযোগীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ধলাই নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নূর/মাসুদ