কুমিল্লার ৪ উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তৃতীয় ধাপে আগামীকাল বুধবার (২৯ মে) কুমিল্লার দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে ওই উপজেলাগুলোর প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকালে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেন।
তৃতীয় দফা নির্বাচনে দেশের ১১২টি উপজেলার মধ্যে কুমিল্লার ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চারটি উপজেলার ৫০৭টি ভোটকেন্দ্রের ৩ হাজার ১৮৫টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য ৫০৭ জন প্রিজাইডিং অফিসার, ১০ হাজার ৫০৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চার উপজেলায় ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন রয়েছেন। ৪ উপজেলার মোট ভোটার ১২ লাখ ৯২ হাজার ৪৬০ জন। এর মধ্যে হিজড়া ৪ জন, পুরুষ ৬ লাখসহ ৭২ হাজার ২৭২ জন এবং মহিলা ৬ লাখ ২০ হাজার ১৮৪ জন।
দেবিদ্বার উপজেলায় ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮২ হাজার ৯১ জন। এ উপজেলায় ভোটকেন্দ্র ১২৩টি এবং ভোটকক্ষ ৮৭০ জন। ১২৩ জন প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ৩ হাজার ৬ জন। এ উপজেলায় ৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ (আনারস) এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের সহধর্মিণী শাহিদা আক্তার (ঘোড়া) ও তার মেয়ে খাদিজা বিনতে রোশন (দোয়াত কলম প্রতীক)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুড়িচং উপজেলায় ২ লাখ ৫৭ হাজার ৬৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৩৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৩ হাজার ৭১০ জন। এ উপজেলায় ৯টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১২১টি এবং ভোটকক্ষ ৬৭১টি। ১২১ জন প্রিজাইডিং অফিসারসহ ২ হাজার ৩৪৭ জন কর্মকর্তা ভোটগ্রহণ করবেন।
এ উপজেলায় ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার (ঘোড়া), তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য তারিক হায়দার (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম (দোয়াত-কলম) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলার ১ লাখ ৮৬ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে হিজরা ১ জন, পুরুষ ৯৭ হাজার ১৪৩ জন এবং মহিলা ৮৯ হাজার ৬৪ জন। ভোটকেন্দ্র ৭২টি এবং ভোটকক্ষ ৪৬৪টি। ৭২ জন প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন ১ হাজার ৬১১ জন। এ উপজেলায় ১৩ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী (আনারস), আমিনুল ইসলাম সুজন (দোয়াত কলম), আবু তৈয়ব অপি (ঘোড়া) ও সরকার জহিরুল হক মিঠুন (টেলিফোন)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মুরাদনগর উপজেলায় ৪ লাখ ৬৭ হাজার ৪৪০ জন ভোটারের মধ্যে হিজড়া ৩ জন, পুরুষ ২ লাখ ৪২ হাজার ১১৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ২৫ হাজার ৩১৯ জন। ভোটকেন্দ্র ১৯১টি এবং ভোটকক্ষ ১ হাজার ১৭৯ জন। এ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তা এ ১৯১ জন প্রিজাইডিং অফিসারসহ ৪ হাজার ১০১ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোটগ্রহণ করবেন। এ উপজেলায় ১৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর (আনারস), মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার (ঘোড়া), রাশেদ হায়দার জুয়েল (হেলিকপ্টার), বশির আহমেদ (কাপ-পিরিচ)। এছাড়াও, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আগামী ২৯ মে ৩য় দফা ও উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য এবং ভোটাদের নিরাপত্তা রক্ষায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।
রুবেল/বকুল