খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে তাকে হত্যা করা হয়।
নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এতথ্য নিশ্চিত করেছেন। কী কারণে এবং কারা রনিকে হত্যা করেছে সে তথ্য জানাতে পারেননি তিনি।
ওসি কামাল হোসেন বলেন, রনির গলার দিকে একটি গুলি লেগেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডটি খতিয়ে দেখা হচ্ছে।
নূরুজ্জামান/মাসুদ