ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড 

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২৮ মে ২০২৪  
চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড 

ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুর জেলায়। একই সময়ে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৭ থেকে ৭৫ কিলোমিটার। মঙ্গলবার (২৮ মে) চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়াইব এতথ্য নিশ্চিত করেছেন।

শাহ মো. শোয়াইব বলেন, গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চাঁদপুরে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। 

এদিকে, চাঁদপুর শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল প্রায় ৩০ ঘণ্টা। আজ (মঙ্গলবার) সকাল ৯টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

আরো পড়ুন:

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়