ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ব্যালটে প্রকাশ্যে সিল, কর্মকর্তা বললেন ‘আমার কথা কেউ শোনে না’

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৯ মে ২০২৪   আপডেট: ১৩:১৭, ২৯ মে ২০২৪
ব্যালটে প্রকাশ্যে সিল, কর্মকর্তা বললেন ‘আমার কথা কেউ শোনে না’

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে ব্যালটে প্রকাশ্যে সিল মারার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ১০টায় আসানদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭ ও ৮ নম্বর বুথ ও বেলা ১১টা ৪৫ মিনিটে সাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর বুথে এমন অভিযোগ পাওয়া যায়।

সাইতলা কেন্দ্রের ৫ নম্বর বুথের সহকারী প্রিজাইজিং অফিসার মো. আজিমুল ইসলাম বলেন, নতুন ভোটার ছিলেন। ওনাকে বলতে বলতে গোপন কক্ষে না গিয়ে একটা সিল মেরে দেয়।

আরো পড়ুন:

দেবিদ্বারের আসানদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. শেরে আলী বলেন, আমরা অসহায় তাদের কাছে। আমার কথা কেউ শোনে না।

সাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, শুধু একটি ভোট নিয়ে অভিযোগ ছিল। ভোটার বৈধ ছিল। তিনি গোপন কক্ষে না গিয়ে সিল মেরেছে।

আসানদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কালী পদ কর বলেন, আমি কেন্দ্রের সব সহকারী প্রিজাইডিং অফিসারদের সাবধান করে দেবো।

রুবেল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়