ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

ফরিদপুরে জাল ভোট দিতে গিয়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৯ মে ২০২৪  
ফরিদপুরে জাল ভোট দিতে গিয়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গ্রেপ্তারকৃত আরিফ মাতুব্বর

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলায় জাল ভোট দেওয়ায় আরিফ মাতুব্বর (২৬) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাওন হোসেন।

জাল ভোট দেওয়ায় কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মুজিরচরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচারক মো. শাওন হোসেন বলেন, সদরপুরের চরনাসিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, বেলা ১টার দিকে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে ব্যালট পেপারের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন চলছে।

তামিম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়