ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৯ মে ২০২৪   আপডেট: ১৬:৩১, ২৯ মে ২০২৪
ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

প্রিসাইডিং কর্মকর্তা মো. এমদাদুল হক

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে মারা গেছেন।

বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত এমদাদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী।
এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমদাদুল হক সকালে ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, দুপুরে নামাজে জানাজা শেষে এমদাদুল হকের মরদেহ পাবনা জেলা সদরে তার বাড়িতে পাঠানো হয়েছে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোমিন উদ্দিন চৌধুরী বলেন, এমদাদুল হক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে প্রায় ১০ মিনিট চিকিৎসাধীন থেকে তিনি মারা গেছেন।

হবিগঞ্জের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হকের মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী তার স্থলে একজন পোলিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মামুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়