বগুড়ায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বগুড়ার কাহালুতে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে উত্তরবঙ্গ মেইল ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়।
এর আগে, বেলা ৩টার দিকে কাহালু রেলস্টেশনের কাছাকাছি এলে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বেলা ৩টার দিকে কাহালু স্টেশনের কাছাকাছি এলে একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে লালমনি এক্সপ্রেস ও দোলনচাঁপা। খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এনাম/কেআই