ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

জালভোট দেওয়ায় দুই প্রার্থীর ৪ এজেন্টকে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৯ মে ২০২৪   আপডেট: ১৭:৫৪, ২৯ মে ২০২৪
জালভোট দেওয়ায় দুই প্রার্থীর ৪ এজেন্টকে কারাদণ্ড

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় একটি কেন্দ্রের দুই প্রার্থীর ৪ এজেন্টকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের দুই জন ‘ঘোড়া’ প্রতীকের এবং বাকি দুই জন ‘টেলিফোন’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান খাঁন শাওন বলেন, জাল ভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে ৪ এজেন্টকে হাতেনাতে ধরি। পরে তাদেরকে ৪ দিন করে কারাদণ্ড দিয়েছি।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে কুমিল্লার ৪ উপজেলা ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে। এই চার উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রুবেল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়